নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে লাফ দিলে সাইয়াফ (১৮) নামে এক যুবক ডুবে মারা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, দুষ্কৃতকারীরা আগুন লাগানোর পর মোবাইলে ভিডিও ধারণ করছিল।
স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে সাইয়াফ ও রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)–কে, যার মধ্যে সাইয়াফ নদীতে ঝাঁপ দিলে সাঁতার না জানায় ডুবে যায় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পলাতক আরেকজনকে ধরতে অভিযান চলছে।