১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে।

তিনি বলেন, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং প্রায় ১০ লাখ তরুণ প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরে জনগণ যে দুঃশাসন দেখেছে, এবার তার অবসান ঘটবে। তিনি আরও বলেন, জুলাই সনদ দেশের নতুন সূচনা এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। বৈঠকে নির্বাচন ছাড়াও বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top