নিজস্ব প্রতিনিধি:
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দু’দিনের সফরে আগামী ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের বাইরে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নিশ্চিত না হলেও, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুই দেশের নীতিনির্ধারকদের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় উপদেষ্টার দিল্লি সফর; এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।