নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থীতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে ৩ ঘণ্টার মধ্যে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি হত্যার পাশাপাশি তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণ ও বাসায় অগ্নিসংযোগের হুমকি পেয়েছেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, বিদেশি নম্বরগুলো থেকে কল ও মেসেজে তাকে নজরদারির কথা জানানো হয় এবং তার বাড়ি ও পরিবারের ওপর হামলার হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, ১৭ নভেম্বর ‘খুনি হাসিনার রায়’কে কেন্দ্র করে তাকে হত্যা করলেও তিনি ইনসাফের লড়াই থেকে এক চুল নড়বেন না। পরবর্তী পোস্টে তিনি হুমকিমূলক কলের স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে কল আসার উল্লেখ রয়েছে। ঢাকা-৮ আসনে ভোটারের সঙ্গে যোগাযোগ কার্যক্রম শুরু করা ওসমান হাদি গত ১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে প্রতিহত করতে শাহবাগে ‘জনতার প্রতিরোধ’ পরিচালনা করেছিলেন।