১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় আহত যুবক মাসুদ আর নেই

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের টুনু মেম্বারের বাড়ির দরিদ্র পরিবারের সন্তান মাসুদ অবশেষে মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় কিছু দুর্বৃত্ত মাসুদকে তার নিজ ঘর থেকে ডেকে এনে নির্মমভাবে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তার ঘরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশাসন ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি নুর আহমদ প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারের সন্তান এমন নির্মম ঘটনার শিকার না হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top