মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হলো ইএসডিম প্রিমিয়ার লীগ (ইপিএল-২৬)–এর খেলোয়াড় নিলাম (অকশন)। অগ্রণী ব্যাংক পিএলসি, দেশবন্ধু গ্রুপ এর স্পন্সরশিপে এবং ইএসডিম ক্লাবের সহায়তায় আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল।
১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবারের জমকালো নিলাম অনুষ্ঠান। পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২০২১–২২ সেশনের শিক্ষার্থীরা (নির্বিশঙ্ক–১৩)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মহসীন হোসেন খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. ফয়সাল, জিও ইনফরমেশন সাইন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মাওয়া সিদ্দিকা, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস,পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, ডিজাস্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: তরিকুল ইসলাম সজিব ও ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক মো: রাশেদুজ্জামান। তাদের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির শুভ উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে নিলাম কার্যক্রম শুরু হয়। পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিরা নিলামে অংশ নিয়ে শিক্ষার্থীদের পরিচালনায় সৃষ্টি করেন উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে মূল টুর্নামেন্ট, যেখানে শিক্ষার্থীদের মধ্যে আরও রোমাঞ্চ, প্রতিযোগিতা ও ক্রিকেট উন্মাদনা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মহসীন হোসেন খান বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দলগত সহযোগিতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সহনশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আমাদের অনুষদের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দুর্যোগ মোকাবিলায় শারীরিক সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত সমন্বয়ের গুরুত্ব অপরিসীম।”
তিনি আরও বলেন, “এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটি (নির্বিশঙ্ক-১৩) কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম এবং সহযোগিতা ছাড়া এ ধরনের আয়োজন সম্ভব নয়।”