১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাজেকের দুর্গম ভূয়াছড়িতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা বিতরণ করল সেনাবাহিনী

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী এবং স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বাঘাইহাট জোন নিয়মিতভাবে যেসব মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে—তারই ধারাবাহিকতায় সাজেক ইউনিয়নের ৩৬নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূয়াছড়ি এলাকার বিভিন্ন পাড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের স্কুলব্যাগ, বই, খাতা, পেন্সিল, কলমসহ নানান শিক্ষা সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

বাঘাইহাট জোন সূত্র জানায়, পাহাড়ি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন, স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে, দুর্গম এলাকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ ভবিষ্যতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে ভূয়াছড়ি এলাকায় আরও উন্নয়নমূলক উদ্যোগ হাতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে জোনের।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মসূচি দরিদ্র অভিভাবকদের আর্থিক বোঝা কমাবে এবং শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।

কর্মসূচির অংশ হিসেবে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, সমস্যা-সংকুল পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করা গেলে তারা একদিন দক্ষ ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সেনাবাহিনীর এমন আন্তরিক ও মানবিক উদ্যোগে ভূয়াছড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয় অধিবাসীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top