১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইতালির পুলিশ বাহিনীতে এই প্রথম বাংলাদেশী অভিবাসী বাবা মা কৃতি সন্তান মেহেদি হাসান নূর এর পদযাত্রা শুরু!

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী) ইতালি প্রতিনিধি:

বাংলাদেশী অভিবাসী বাবা-মায়ের সন্তান ২৩ বছর বয়সী মেহেদিহাসান নূর (Meedhi) । ইতালিতেই মেহেদির জন্ম ও বেড়ে ওঠা।সম্প্রতি এই তরুণ ইতালির রাষ্ট্রীয় পুলিশ বাহিনীতে (Polizia di Stato) অফিসার হিসেবে যোগ দিয়েছেন!

মেহেদি এখন পাদোভা শহরে কর্মরত। ইতালির মিডিয়াকে তিনি বলেছেন, “যে দেশ এবং সম্প্রদায় আমার পরিবারকে স্বাগত জানিয়েছে, আমি এখন সেই দেশের সেবক হয়ে সেবা করতে চাই।

এটি শুধু একটি চাকরির গল্প নয়,এটি কৃতজ্ঞতা, এবং সফল একীকরণের (Integration) এক অসাধারণ উদাহরণ।জানলে আরও অবাক হবেন, ইতালির রাষ্ট্রীয় পুলিশের ২০২৬ সালের নতুন ক্যালেন্ডারে তাকে অন্যতম মুখ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তার গল্পটি ইতালিতে সফল একীকরণের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যা ‘ইউনিফর্মের পেছনের মানুষ’ থিমটিকে সার্থক করে তুলেছে। ইতালি প্রবাসী ও বাংলাদেশের সবার কাছে দোয়া চেয়েছেন মেহেদী ও তার পরিবার।

মেহেদীর বাবা একজন মেটাল কারখানার শ্রমিক এবং মা একজন গৃহিণী। তিনি পরোপকারী এবং বিশ্বাস করেন যে ব্যক্তিগত পছন্দই একজন মানুষকে সংজ্ঞায়তইতালির রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top