মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, ৫নং বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং ৩নং কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এসোসিয়েশনের জেলা সভাপতি ও মাইনী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জেসমিন চাকমা।
এ বছর উপজেলায় ৬টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধা বৃত্তিতে ৩০ জন এবং সাধারণ বৃত্তিতে ৯৩ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এছাড়া ৫ জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথি ডা. তনয় তালুকদার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার অগ্রযাত্রায় দীঘিনালার শিশুরা সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। এই বৃত্তি তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও আগামীর পথচলায় শক্ত ভিত তৈরি করবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ি জনপদের শিক্ষার্থীরা প্রতিভায় কখনোই পিছিয়ে নেই; উপযুক্ত দিকনির্দেশনা পেলে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি ওসি মো. জাকারিয়া বলেন, “শিক্ষিত ও সচেতন প্রজন্মই সমাজকে অপরাধমুক্ত ও নৈতিক পথে পরিচালিত করতে পারে। শিশুমন গঠনে এমন অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং নলেজ চাকমা জ্ঞান যৌথভাবে বলেন, “শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে—নিজেদের জন্য, দেশের জন্য। এই বৃত্তি তাদের মনোবল বাড়াবে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবে।”
সভাপতি জেসমিন চাকমা বলেন, “ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে মেধাবৃত্তি কর্মসূচিকে নিয়মিত ও আরও বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন এবং গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অভিভাবকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ