জাকির হোসেন হাওলাদার, দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তঃ মুরাদিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসরাত হোসেন শাহিনের সভাপতিত্বে ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু ঈসা শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা, আলপত লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ তৌকির আহমেদ শাবাব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. মোঃ মহিব্বুল্লাহ রুবেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, পটুয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আবুবকর সিকদার, দুমকি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন শাহাদাত,সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন।খেলাটি পরিচালনা করেন হাসিব,মোমিন,নাইম,আবু সাইদ,মোমান,শাওন,নাইম মৃধা,তানভির।খেলায় আল্লাহর দান টাইলস এন্ড স্যানিটারীকে ৩ – ১ গোলে পরাজিত করে চরগরবদী বয়েজ।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।