মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পদোন্নতি পেয়ে বদলী জনিত কারণে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান ও তার সহধর্মিণী ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে নলছিটি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ই নভেম্বর) বিকেল ৩টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে পদোন্নতি পেয়ে বদলী জনিত কারণে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও তার সহধর্মিণী ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে নলছিটি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানম মাহফুজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাকিলা রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কশিশনার (ভ’মি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল) খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সাইফুল ইসলামের তত্ত¡াবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, মিডিয়াকর্মী, ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।