তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মরহুম তমাল ফেরদৌস দুলালের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ও জেলার সংস্কৃতিকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরির সম্পাদক শাহ আঃ ওদুদ।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবির সেক্রেটারি ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেল, সমাজসেবী আনোয়ার হোসেন দুলাল এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল।
সভাটি সঞ্চালনা করেন পাবলিক লাইব্রেরির সাবেক সহ-সম্পাদক আনহার আহমদ সমশাদ।
বক্তব্য দেন সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি নুরুল ইসলাম, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, কবি সুনীল শৈশব, কবি মাহিদুর রহমান, সমাজকর্মী এহসানা চৌধুরী চায়না, কবি পুলক কান্তি ধর, পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জয়দ্বীপ রায় রাজু, শিক্ষাবিদ খায়রুল আমীন সোহেল ও সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসুসহ আরও অনেকেই।
বক্তারা বলেন—মরহুম তমাল ফেরদৌস দুলাল ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, পরিচ্ছন্ন মানুষ এবং সংস্কৃতি-সাহিত্যের এক আন্তরিক শুভাকাঙ্ক্ষী। তাঁর অকাল প্রয়াণ মৌলভীবাজারের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তিনি কর্মে, সততায় ও মানবিকতায় ছিলেন অনুকরণীয় এক চরিত্র।
আলোচনায় গুণীজনদের স্মৃতি ধরে রাখতে মরহুম তমাল ফেরদৌস দুলালসহ জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত স্মারক গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের কর্ম, অবদান ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।