ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৫ তারিখ ১৩৪০ ঘটিকার সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়। তল্লাশীকালে ০৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদেরকে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় প্রদান করেন।
আটককৃতদের নাম :
১. রহিমুল্লাহ (২৪)
২. হাসিমোল্লা (৩৯)
৩. হানিফ (২৫)
৪. ইমাম হোসেন (২৭)
৫. সৈয়দ আলম (৩২)
৬. মোঃ সাগের (২১)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে । ভবিষ্যতেও বান্দরবান জোনের প্রতিটি সেনাসদস্য জোন কমান্ডারের নির্দেশনা মোতাবেক এরূপ দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বধ্যপরিকর।