মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কারবালা মোড়ে ট্রলির সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোংলু আলী (৬০) নামে ট্রলি চালক নিহত হয়েছে। রবিবার সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো : গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোংলু আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মর্দানা গ্রামের পিতা : অজ্ঞাত
ওসি গোলাম কিবরিয়া বলেন, সকাল ৮ টার সময় একই দিক থেকে দুইটি ট্রলি যাওয়ার পথে ওভারটেক করার সময়ই শিবগঞ্জ কারবালা মোড়ে এই সংঘর্ষ হয়। এতে ঘটনা স্তলে ট্রলি চালক মোংলু আলী নিহত হয়।