মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নীলফামারী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অর্পণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর স্বাক্ষরিত ১০১ সদস্যের এই কমিটি গঠিত হয়।
নতুন ঘোষিত কমিটিতে স্বাধীন ঘোষকে আহবায়ক এবং নারায়ন চন্দ্র রায়কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোকেশ ভৌমিক ঝন্টু। এছাড়া ১৭ জন যুগ্ম আহবায়ক ও ৮১ জন সদস্যসহ মোট ১০১ সদস্য নিয়ে গঠিত হয়েছে জেলা কমিটি।
নবনির্বাচিত আহবায়ক স্বাধীন ঘোষ বলেন, “আসন্ন সম্মেলনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। পাশাপাশি দ্রুত উপজেলা কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।”
কমিটি গঠনের মধ্য দিয়ে নীলফামারীতে পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।