মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, রাজবাড়ী জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, এনএসআই এর জেডি একেএম ফারুক, রাজবাড়ী জেল সুপার মোঃ এনামুল কবির, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি, সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।