৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শামির সঙ্গে বিয়ে নিয়ে গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জার বাবা

ভারতের ক্রীড়াক্ষেত্রের অন্যতম উজ্জ্বল নাম মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা টেনিসকে সানিয়া বিদায় জানালেও শামি এখনও ক্রিকেট খেলছেন ইনজুরি থাকায় ওয়েস্টযুক্তরাষ্ট্রে চলমান টিটোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না পেসার শামির তবে এরই মধ্যে আবারও খবরের শিরোনাম হলেন এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়েছে এই দুজনের সেই ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুজন তারকা

সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয় সানিয়া মির্জা মোহাম্মদ শামি বিয়ে করছেন। তাদের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ছবিটির সত্যতা এখনও প্রমাণ হয়নি। অনেকেই দাবি করছেন, ছবিটি সত্য, আবার কেউ কেউ বলছেন এটি সম্পাদন (এডিট) করা। তারা বলছেন, দুজনের আগের ছবি কেটে পাশাপাশি লাগিয়ে গুজব ছড়ানো হচ্ছে

বিষয়টি নিয়ে নানা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি ভারতের একটি সংবাদমাধ্যমকে বিয়ের বিষয়টি গুজব বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এগুলো (বিয়ে) সব বাজে কথা। সানিয়া শামির সঙ্গে একবারও দেখা করেনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top