নিজস্ব প্রতিনিধি:
পুলিশের নতুন লৌহ রঙের ইউনিফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ বলছেন আগের পোশাকই ভালো ছিল, কেউ নতুন ডিজাইনকে প্রশংসা করছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন পোশাক বদলালেই কি বদলাবে পুলিশের চরিত্র ও মনোভাব।
জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রক্ষায় পুলিশের বিতর্কিত ভূমিকার পর এই পোশাক পরিবর্তনকে অনেকে ‘কলঙ্ক মোছার প্রচেষ্টা’ হিসেবে দেখছেন। শনিবার থেকে দেশের আট মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোতে প্রাপ্যতার ভিত্তিতে নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু হয়েছে এবং ধাপে ধাপে সব সদস্যকে সরবরাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তবে অপরাধ বিশ্লেষক, সাবেক পুলিশপ্রধান ও বিশেষজ্ঞরা বলছেন, ইউনিফর্ম বদলে কোনো আচরণগত পরিবর্তন আসবে না; পেশাদার ও জনবান্ধব পুলিশ চাইলে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং বেআইনি আদেশে ‘না’ বলার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
সাবেক আইজিপি নুরুল হুদা জানান, অতীতেও কয়েক দফা ইউনিফর্ম বদল হলেও পুলিশের আচরণ বদলায়নি। অন্যদিকে নতুন পোশাক পরা সদস্যদের কেউ কেউ বলেছেন, রঙটি নিরাপত্তা প্রহরীদের পোশাকের সঙ্গে মিল থাকায় মানুষ বিভ্রান্ত হচ্ছে।
এদিকে ডিএমপি জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যেই ঢাকার প্রায় ৩৪ হাজার সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে।