১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণ অধিকারের ট্রাক মার্কায় লড়াই করবেন সর্বকনিষ্ঠ চার তরুণ নেতা

সুমাইয়া আক্তার, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

আগামী নির্বাচনে গণ অধিকারের ট্রাক মার্কায় মাঠে নামছেন দেশের চার তরুণ ও সর্বকনিষ্ঠ নেতা— বিন ইয়ামিন মোল্লা (কুড়িগ্রাম-১), সাজ্জাদ আল ইসলাম (ঢাকা-৩), বাবু খান (চুয়াডাঙ্গা-১) ও কাউসার আলি (নারায়ণগঞ্জ-১)।

জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়া এই চার নেতা বিগত ৭–৮ বছর ধরে ছাত্র অধিকার পরিষদের রাজপথের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এক বিস্তৃত বিপ্লবী সংগ্রামের ইতিহাস গড়ে তুলেছেন।

বিন ইয়ামিন মোল্লা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সংগ্রামী ছাত্রনেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিন ইয়ামিন মোল্লা দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে একসময় নাহিদ, আক্তার, আসিফসহ অসংখ্য শিক্ষার্থী রাজপথে ন্যায়ের দাবি নিয়ে লড়াই করেছেন।

তিনি বলেন— “মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমার পুরো জীবন উৎসর্গ করেছি। মাসের পর মাস জেল খেটেছি, কন্ডেম সেলে থেকেছি মৃত্যুর ভয়াবহ হাহাকার ও যন্ত্রণা সহ্য করেছি। আজকের অবস্থানে আসতে সেই ত্যাগ আমাকে পথ দেখিয়েছে। ইনশাআল্লাহ এখন থেকে জাতীয় পর্যায়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।”

সাজ্জাদ আল ইসলাম: ঢাকা-৩ এর বিপ্লবী ছাত্রনেতা

বিপ্লবী ছাত্রনেতা সাজ্জাদ আল ইসলাম বলেন— “আমাকে কেবল মৃত্যু থামাতে পারে। আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করেই ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছি। দীর্ঘ ৭ বছরের এই পথে অসংখ্য হামলা, মামলা, ঘুম ও র‍্যাবের টর্চার সেলে নির্মম নির্যাতনের শিকার হয়েছি। কেউ আমাকে দমাতে পারেনি, পারবেও না। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।”

কাউসার আলি: মানুষের সেবাকে জীবনের ব্রত মনে করা তরুণ নেতা

নারায়ণগঞ্জ–১ আসনের তরুণ নেতা কাউসার আলি সাংবাদিকদের বলেন— “মানুষের সেবা করার মধ্যেই আমি শান্তি পাই। দেশবাসীর দোয়া চাই, যেন মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারি।”

বাবু খান: জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

চুয়াডাঙ্গা–১ আসনের প্রার্থী বাবু খান জানান— “এখন থেকে আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো। জাতীয় পর্যায়ে দেশ ও মানুষের জন্য ভূমিকা রাখতে পারার আনন্দ আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।”

চার তরুণ নেতার একটাই আবেদন— দেশবাসীর দোয়া

দেশের সর্বকনিষ্ঠ এই চার তরুণ প্রার্থীই একসুরে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা জাতীয় পর্যায়ে ন্যায়, অধিকার ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠায় অটল থাকতে পারেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top