১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

আনারুল ইসলাম রানা,কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়বাদী মহিলাদলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে কুড়িগ্রাম -৪ আসনের এমপি প্রাথী হিসাবে নাম ঘোষণার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম চিলমারী রমনা ঘাটে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন,রৌমারী,রাজীবপুর,চিলমারীর জনসাধারণ।

এ-সময় বিক্ষোভ মিছিলে অংশনেয় ২৮ কুড়িগ্রাম -৪ আসনের চিলমারী, , রাজিবপুর ও রৌমারী উপজেলার শত শত নারী ও পুরুষ। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুজিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক কৃষক দল চিলমারী উপজেলা শাখা, রোকাইদা আক্তার লুনা সিনিয়র সভাপতি জাতীয়তাবাদী মহিলাদল চিলমারী উপজেলা শাখা, নুর আমিন সরকার যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক সভাপতি ছাত্রদল রমনা ইউনিয়ন শাখা,মোঃ রাসেদ রানা যুগ্ন আহবায়ক সেচ্ছাসেবক দল চিলমারী উপজেলা শাখা,জাতীয়বাদী মহিলা দলের সদস্য আনজুমা প্রমুখ।

এ-সময় মুজিবুর রহমান রহমান বলেন ২৮ কুড়িগ্রাম -৪ আসনে দীর্ঘদিন জনগণের সুখে দুঃখে মেহনতি মানুষের উন্নয়নে কাজ করেছেন মমতাজ হোসেন লিপি।

নুর আমিন সরকার যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক সভাপতি ছাএদল রমনা ইউনিয়ন শাখা বলেন কুড়িগ্রাম -৪ আসনে একই পরিবারের বিএনপি ও জামায়াত প্রার্থী থাকায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন।

এ-বিষয়ে জানতে চাইলে মমতাজ হোসেন লিপি বলেন আমি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীর্ঘদিন যাবৎ এই আসনের মানুষের সুখে দুখে পাশে ছিলাম। আমার এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় আমি দীর্ঘদিন যাবৎ নারী দের নিয়ে নিঃস্বার্থ ভাবে দলীয় কাজের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করেছি।
সুতারাং দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top