মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক ঠিকানায় যোগ দেন।
মঠবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইন্দ্রোপাশা গ্রামের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন মেম্বার এবং বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মামুন মেম্বার বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বারবার অভিযোগ জানিয়েও স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বুঝতে পেরেছি—এই দলে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।