১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্বামী-সন্তানের কাছে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আইরিন বেগম (৪৫) নামে এক গৃহবধূ। সোমবার বিকেলে উপজেলার বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন সদর ইউনিয়নের মধ্য রাজিব গ্রামের মাহুবার ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে বাবার বাড়ি মাগুড়া গিয়েছিলেন আইরিন। সেখান থেকে সোমবার বিকেলে অটোরিকশাযোগে স্বামীর বাড়িতে ফিরছিলেন। বাবুর বাজার এলাকায় পৌঁছালে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে মুখ, নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান নোবেল তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, “মাথায় গুরুতর আঘাতজনিত কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, “দুটি অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় দুর্ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্থানীয়রা জানান, খুব সাধারণ ও শান্তশিষ্ট স্বভাবের ছিলেন আইরিন বেগম। হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতার অভাব ও নিয়ন্ত্রণহীন যান চলাচলকে দায়ী করছেন স্থানীয়রা। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top