১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডেপুটি রেজিস্ট্রার লাভলুকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর ফেসবুকে হাসিনার ছবি সংবলিত ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।

সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক স্ট্যাটাসে জানান, লাভলুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং গণহত্যায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও একই অবস্থান নেওয়া হবে।

তিনি লেখেন, ২ হাজার শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করলে ছাড় দেওয়া হবে না। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা তাকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top