নিজস্ব প্রতিনিধি:
অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে জয়ের সুযোগ পেয়েও পারেননি হামজা চৌধুরী। শিলংয়ে হাতছাড়া হওয়া সেই ম্যাচের আক্ষেপ ঘোচানোর সুযোগ আজ ফিরতি লেগে।
নিজের অভিষেকের পর বাংলাদেশ ছয় ম্যাচে একমাত্র জয় পেয়েছে ভুটানের বিপক্ষে প্রীতিতে; প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের স্বাদ এখনো পায়নি দল। আর চলতি শতাব্দিতে ৯০ মিনিটে ভারতকে হারানো—সেটিও অধরাই।
ম্যাচের আগেই ফেসবুকে হামজা জানান, “বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল আপনাদের দারুণ উচ্ছ্বাস দেখার অপেক্ষায় আছি। ইনশা আল্লাহ।” ভারতের প্রস্তুতি হিসেবে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে বাইসাইকেল কিক ও পানেনকা পেনাল্টিতে দুই গোল করেন তিনি, যদিও শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ ২–২ ড্র করে।
সেই হতাশার পরও নতুন উদ্দীপনা নিয়ে ভারত ম্যাচে নামতে প্রস্তুত হামজা। দুই তরুণ—হামজা ও শমিত—দলে আসার পর থেকেই ফুটবলে আগ্রহ বেড়েছে কয়েকগুণ; ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট সাধারণ গ্যালারিতে মাত্র ছয় মিনিটেই বিক্রি শেষ হয়েছে। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের।