নিজস্ব প্রতিনিধি:
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শেখ রাসেল তদন্তের স্বার্থে হিসাব অবরুদ্ধের আবেদন করেন এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ শুনানিতে উপস্থিত ছিলেন।
আবেদনে বলা হয়, নগদ লিমিটেড নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু, ট্রাস্ট ও সেটেলমেন্ট হিসাব ব্যবহার, ডিস্ট্রিবিউশন হাউসের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের সন্দেহে তদন্ত চলছে।
এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ার কম মূল্যে হস্তান্তর করেও অর্থপাচার হয়ে থাকতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী চলমান অনুসন্ধানের সময় যাতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ স্থানান্তর করা না যায়, সে জন্যই আদালত হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।