১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ-৬-এর সাবেক দুইবারের সংসদ সদস্য চাঁন মিয়ার ইন্তেকাল

মোঃ নাঈম সিরাজী, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি, সাদামাটা ও নির্লোভ জীবনযাপনের জন্য পরিচিত আলহাজ্ব মো. নূরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া আর নেই। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবার জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন চাঁন মিয়া। তাঁরা জানান, সততা, সরলতা ও মানবসেবার আদর্শে জীবন কাটানো এই জননেতার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। মঙ্গলবার বাদ যোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

১৯৩৫ সালে কৈজুরী গ্রামে জন্ম নেওয়া নূরুল ইসলাম তালুকদার চাঁন স্থানীয় কৈজুরী স্কুলে প্রাথমিক, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রায় এক দশক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং কর্মনিষ্ঠার জন্য পুরস্কৃতও হন।
মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে চাকরি ছাড়ার পর তিনি পল্লী উন্নয়ন সমিতির নেতৃত্বে যুক্ত হন। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন।

১৯৭৩ সালে তিনি কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব পান। ১৯৮৪ সালে আবারও ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে তিনি পুনরায় এমপি হওয়ার সম্মান অর্জন করেন।

মরহুম চাঁন মিয়া স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top