নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে ভারতকে ১-০ গোলে হারিয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি আসে তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিনের পা থেকে। চোট থেকে ফিরেই ১১ মিনিটে রাকিবের ক্রস থেকে অসাধারণ শটে দলকে এগিয়ে দেন তিনি।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই এই জয় বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচের শুরুতে ভারত আক্রমণে কিছুটা আগ্রাসী ছিল। তবে গোলরক্ষক মিতুলের ভুলে বিপদে পড়লেও দলকে রক্ষা করেন হামজা চৌধুরী। ৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়িয়ে পড়লেও রেফারি হলুদ কার্ড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
দ্বিতীয়ার্ধে ভারত একাধিক সুযোগ নিলেও গোল পায়নি। ৮৩ মিনিটে বাংলাদেশের দাবিকৃত একটি পেনাল্টিও রেফারি নাকচ করে দেন। তবু শেষ পর্যন্ত লিড ধরে রেখে ম্যাচ জয়ে সফল হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গ্যালারিতে দলকে সমর্থন দিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।