১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উত্তরা ইপিজেডে শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এর সনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ইপিজেডের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরিবারগত সমস্যার কারণে ছুটি চাইলে ছুটি না দেওয়া, দুপুরের খাবারের সময় বৃদ্ধি করা, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ আরও কয়েকটি দাবিও তারা তুলে ধরেন। দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে ফেরত নেওয়ার দাবি জানান তারা।

সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের দুই সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই আমরা মেনে নেব না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ ১১ দফা দাবি মানতে হবে।”

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দু’জন শ্রমিককে অব্যাহতি দিয়েছে। কিন্তু অন্যান্য শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে না নিয়ে তাদের বহালসহ ১১ দফা দাবি উত্থাপন করেছেন। কোম্পানি কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকেরা অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top