১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার রায়ে রাজবাড়ী জেলা বিএনপির আনন্দ মিছিল ও সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

শেখ হাসিনার রায়ের আনন্দে ও রায় দ্রুত কার্যকর করার দাবীতে রাজবাড়ী জেলা বিএনপির আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেইট শহীদ স্মৃতি চত্বরে পথসভায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি গোলাম কাসেম, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা সৈনিকদলের সভাপতি মহব্বত হোসেন খোকন, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে হবে। আমরা ধানের শীষের লোক। দল যাকে মনোনয়ন দিবে, আমরা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবো। ধানের শীষের সাথে কোন বিরোধীতা নয়।

বক্তারা আরও বলেন, দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপুর্ণ শ্লোগান দেওয়ায় একজনকে বহিস্কার করেছে জেলা বিএনপি। এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু বালিয়াকান্দিতে একজন বিএনপি নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে, যা মোটেও সমিচীন নয়। তাকে আমরা দল থেকে বহিস্কার দাবী করছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top