মোহাম্মদ সাদেকুল ইসলাম,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা , জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম গণীপুর, চান্দিনা এর সদরে মুহতামিম মাওলানা আব্দুস সোবহান পাহাড়পুরী দা.বা. অসুস্থ হয়ে ঢাকার রামপুরা ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড হসপিটালে ভর্তি রয়েছেন। আজ ১৮ নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটের সময় ওপেন সার্জারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা লাভের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার পক্ষ থেকে শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ, আলেম-ওলামা ও ছাত্রবৃন্দসহ দেশবাসীর প্রতি বিশেষভাবে দুআ’র আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখা’র তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার।