১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে শ্রী শ্রী শ্বশানে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্বশান কমিটির উদ্যোগে কালীপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মত বিনিময় সভা আজ বুধবার সন্ধ্যায় পৌর শ্বশানে অনুষ্ঠিত হয়েছে।

আদমদীঘি উপজেলা শাখা পূজা উৎযাপন ফ্যন্টের আহবায়ক সৌরভ কুমার কর্মকারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর শ্বশান কমিটি নেতা শ্রী সহন লাল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মমতাজ আলী, সান্তাহার পৌর শ্বশান কমিটি সভাপতি শ্রী রৎজিত হাওলাদার, সাধারণ সম্পাদক শ্রী রতন মুখার্জী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার চা-বাগান হরিজন কলোনির সভাপতি গঙ্গা বাসফোঁর, আম-বাগান দুর্গা মন্দির কমিটির সভাপতি বাবু কৃষ্ণ হাড়ি, পৌর শ্বশান কমিটির সদস্য সন্তোষ কুমার রবিদাস, নয়ন হাড়ি, খোকন হাড়ি, সঞ্জয় হাড়ি, তৌহিদ বাশফোঁর, অনিল বাশফোঁর প্রমুখ। আলোচনা সভা শেষে আমবশ্যা পূজা শুরু করা হয়। এই পুজায় শত শত হিন্দু ধর্মাবলী মানুষেররা অংশ গ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top