১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা–৫ আসনে আজহারীর মনোনয়ন গুজব: জামায়াতের একাধিক নেতার স্পষ্টীকরণ

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুপুরের পর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনন্দনের বার্তাও দেখা যায়। তবে বিষয়টি পুরোপুরিই গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা আতাউর রহমান জানান, “এই আসনে আমাদের প্রার্থী আগে থেকেই নির্ধারিত, তিনি মাঠেও কাজ করছেন। আজহারীকে মনোনয়ন দেওয়ার তথ্য সম্পূর্ণ অসত্য।”

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও খবরটি “ভিত্তিহীন” বলে মন্তব্য করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, “জামায়াত থেকে আজহারীকে মনোনয়ন দেওয়ার খবর গুজব। এমনটি হওয়ার সম্ভাবনাও নেই।” একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তবে ড. মিজানুর রহমান আজহারী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

ঢাকা–৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে দলীয় নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন বলে জানা গেলেও, বর্তমানে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে এ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এরই মধ্যে বিএনপি ঢাকা–৫ আসনে নবীউল্লাহ নবীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top