২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ট্রাকচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা সদরের মডেল মসজিদের সামনে আজ দুপুরে ঘটে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মমতাজ মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া (৭) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল ছুটি শেষে মার্জিয়াকে নিয়ে বাড়ি ফিরছিলেন তার চাচা হাসু শাহ। তারা মডেল মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তার চাচা।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা হয়। খবর পেয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মার্জিয়ার বাড়ি সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাহাপাড়া গ্রামে। তার বাবা মোস্তাকিম শাহ পেশায় শ্রমিক। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়দের অভিযোগ, জেলা সদরের ব্যস্ত এই এলাকায় ট্রাক ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং কার্যকর নজরদারির অভাবেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালককে শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রণয়ন করা হচ্ছে।

শিশু শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যুর ঘটনায় পুরো জেলায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top