মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাজ গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ‘জনগোষ্ঠী সমাবেশীকরণ’ নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নান্দাইল চৌরাস্তায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি ময়নসিংহের বাস্তবায়নে এই জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। “শান্তি চাই, সম্প্রীতি চাই, সমতা চাই ও গণতন্ত্র চাই” এই প্রোগানকে সামনে রেখে আয়োজিত এই নাটিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে সুনির্বাচিত সরকার গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত নাটিকা প্রদর্শন শেষে উপস্থিত যুব ফোরামের সদস্যবৃন্দ সহ সাধারণ জনগণের মাঝে শান্তি-সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার শপথ বাক্য পাঠ করা হয়। নান্দাইল যুব ফোরামের আহ্বায়ক সাংবাদিক মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আর.জে মিন্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাইরা নওশীন প্রান্তি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নান্দাইল যুব ফোরামের সদস্য মাহমুদুর রহমান পাভেল সহ নাট্য দলের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পেশাজীবির সাধারণ মানুষ।
উল্লেখ্য অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নান্দাইল যুব ফোরাম’ ২০২৩ সাল থেকে এলাকায় “শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহনমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায়’ নিরলস কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহন ও উপস্থিতি পুরো অনুষ্ঠানস্থলটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।