২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জবিতে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্রীড়া কমিটির আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, এবারের ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৩৯টি দল অংশগ্রহণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় যে ধরনের অরাজকতা পরিলক্ষিত হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা তা থেকে সম্পূর্ণ মুক্ত থেকে সৌন্দর্য ও সাচ্ছন্দ্য বজায় রেখে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খেলার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বর্তমান সময়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতার ক্ষেত্রে সকলের এগিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন বিভাগ খোলার প্রস্তাব উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে পূর্ব থেকেই কিছু বিদ্যমান সমস্যা থাকলেও দায়িত্ব গ্রহণের পর বর্তমান প্রশাসন ধারাবাহিকভাবে সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সাফল্য ও ব্যর্থতার মধ্য দিয়েও অগ্রযাত্রা অব্যাহত আছে উল্লেখ করে তিনি ক্রীড়াক্ষেত্রে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান যে, বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল অ্যাডুকেশন বিভাগ খোলার বিষয়ে অনুমোদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সফল পরিসমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া উপ-কমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দলের টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top