নিজস্ব প্রতিনিধি:
সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে ছয় বছর পর আবারও গ্যাসের সন্ধান মিলেছে। নতুন স্তর থেকে প্রতিদিন ৫০–৬০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। এখানে মজুত রয়েছে প্রায় ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস—যা আগামী ১০ বছর ধরে উত্তোলন করা যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে এসব তথ্য নিশ্চিত করেন এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক। তিনি বলেন, “গ্যাস চাপ স্থিতিশীল রয়েছে। নতুন স্তরে পর্যাপ্ত মজুত থাকায় কূপটি আবারও বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারবে।”
১৯৬১ সালে খনন করা কৈলাশটিলা-১ কূপে ছয়টি স্তরে গ্যাসের অস্তিত্ব মিললেও সর্বশেষ ওয়ার্কওভারের সময় ২০১৯ সালে কূপটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে পুরাতন কূপগুলো পুনরুদ্ধারের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২৩ সালে তিনটি কূপে ওয়ার্কওভার প্রকল্প শুরু হয়। বাপেক্স গত ১২ আগস্ট থেকে এই কূপের কাজ শুরু করে প্রায় তিন মাস পর নতুন স্তরে গ্যাসের সন্ধান পায়।
প্রতিষ্ঠানটির এমডি জানান, কূপটি প্রায় ২ হাজার ২০০ মিটার গভীরে নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে। প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বর্তমান বাজারমূল্যে এই গ্যাস দেশের প্রায় ৩,৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করবে।
তিনি আরও জানান, কূপটি পুরাতন হওয়ায় প্রসেসিং প্লান্টের সঙ্গে আগের সংযোগ রয়েছে। ফলে দুই–তিন দিনের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা যাবে।