২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রেমঘটিত কারণে শিবচরে সালিশে অপমানের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা: প্রভাবশালীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রুবেল ফরাজি, নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বাড়িতে গিয়ে অপমান ও অপদস্ত করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সুমাইয়া আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

প্রেমের সম্পর্ক ঘিরে শুরু হয় দ্বন্দ্ব

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তাঁর লোকজন রিফাতকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে হাজির হন।

এসময় তারা সুমাইয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি অকথ্য গালিগালাজ, অপমান ও অপদস্ত করেন বলে অভিযোগ পরিবারের।

অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ

পরিবারের দাবি, প্রকাশ্যে অপমানিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সুমাইয়া। ঘটনার কয়েক ঘণ্টা পর রাতেই নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

নিহতের বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন আমার মেয়েকে ভয়ঙ্কর অপমান করেছে। সেই লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তি চাই।”

আইনগত প্রক্রিয়া চলছে

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,
“স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top