মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে সিএনজি অটোরিকশা চুরির মূলহোতা হিসাবে অভিযুক্ত শাহবাজ নামীয় এক ব্যক্তিকে অকিয়ম্বে গ্রেফতার সহ চুরি হওয়া গাড়ি উদ্ধারের দাবিতে মাল্ববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী সিএনজির মালিক, চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে ভোক্তভোগীরা বলেন, নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণবাশাটি গ্রামের শাহবাজ দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত। সম্প্রতি ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ির সিএনজি চুরির ঘটনায় কিশোরগঞ্জের বড়পোল এলাকায় জনতার হাতে আটক হোসেনপুরের জাহিদুল চোর শাহাবাজের নাম উল্লেখ করে জবানবন্দি দেয়।
তাঁরা আরো বলেন, শাহবাজের নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে ১৩টি সিএনজি চুরি হয়েছে। এলাকার অহরহ সিএনজি ও অটো ছিনতাইয়ের ঘটনার সাথে শাহাবাজ জড়িত থাকলেও প্রভাবশালীতের ছত্রছায়ায় সে থাকে ধরা-চুয়ার বাইরে।
তবে এ ঘটনার পর থেকে শাহাবাজ পলাতক রয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এসময় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বিক্ষুব্ধ সিএনজি মালিক, চালক ও শ্রমিকদের অভিযোগ গুরুত্বসহকারে শুনেন এবং তাদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি সমাপ্ত করা হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি মালিক আসাদুল্লাহ মুন্সী, সিএনজি মালিক ও চালক গোলাপ মিয়া, শফিকুল ইসলাম, আমিনুল, আব্দুল্লাহ, বিল্লাল মিয়া, মাসুদ, কাবিল মিয়া, শ্যামল, আউয়াল প্রমুখ। ভোক্তভোগীদের দাবি অবিলম্বে শাহবাজকে গ্রেফতার করে চুরি যাওয়া সিএনজিগুলো উদ্ধার করা হোক, অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।