২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার কুশল বিনিময়

নিজস্ব প্রতিনিধি:

এক বছর পর আবারও সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান।

হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন খালেদা জিয়া। এসময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। উপস্থিত জনতা ও সামরিক কর্মকর্তাদের অভিবাদনের জবাব দিতে তাকে হাত নাড়তে দেখা যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর কিছুক্ষণ পর পৌঁছানো খালেদা জিয়ার বসার ব্যবস্থা করা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশেই। একসময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সরকারপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি, প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top