ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ ২১ নভেম্বর (শুক্রবার ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের সভাপতি মুশফিকুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক সোহান ফরাজি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম এবং কেন্দ্রীয় উপ–প্রচার সম্পাদক মাইশা ফাহমিদা ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল কাদের নাগিবসহ
ফোরামের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা ।