নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জন ভর্তি এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেসরকারি হাসপাতালের তথ্য এখনো না আসায় ধারণা করা হচ্ছে, মোট আহতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে।
ঢাকায় চারজনের মৃত্যু
পুরান ঢাকার কসাইটুলিতে রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) এবং তার ছেলে মেহরাব হোসেন (১২)। এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) মারা যান।
নারায়ণগঞ্জে প্রাণহানি ১
রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়। শিশুটির মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নরসিংদীতে নিহত ৫
গাবতলীতে সানশেড ভেঙে নিহত হয় শিশু ওমর (৮) এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
পলাশ উপজেলায় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজেম আলী ভূঁইয়া (৭৫) মারা যান।
শিবপুরে গাছ থেকে পড়ে আহত ফোরকান মিয়া (৪৫) হাসপাতালে মারা যান।
ডাঙ্গায় ভূমিকম্পের আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন নাসিরউদ্দিন (৬৫)।
ভূমিকম্পের মাত্রা ৫.৭
সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭—যা মাঝারি মাত্রার ভূকম্পন হিসেবে বিবেচিত।