২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে ঢাকসু সদস্য রাফিয়ার বাসায় হাতবোমা নিক্ষেপ: নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কেওয়াটখালীর মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘরের আরিফ (৩০), একই এলাকার বিপুল (২১) এবং আকুয়া ওয়্যারলেস গেইটের রাজন (১৯)। পুলিশ জানায়, তারা সবাই বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

ঘটনা ঘটেছে বুধবার রাত ৩টার দিকে। ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার পরিবারের বাড়ির গেইট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বড় ধরনের ক্ষতি না হলেও রাফিয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে তাৎক্ষণিক অভিযান শুরু করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান চলছে। রাজনৈতিক সম্পৃক্ততা, উদ্দেশ্য, পরিকল্পনা—সবকিছুই তদন্তে যাচাই করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top