২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোমতী রেন্ট-এ-কার স্ট্যান্ডে সংঘর্ষে উত্তেজনা: সভাপতির নেতৃত্বে ড্রাইভারদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

মুরাদনগরের গোমতী রেন্ট-এ-কার স্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্ট্যান্ডের সভাপতি মোহাম্মদ সুমন সরকারের নেতৃত্বে একই স্ট্যান্ডের চার–পাঁচজন ড্রাইভারের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সভাপতি সুমন সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত জীবনে মাদক সেবনসহ বিভিন্ন অসদাচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রচলিত। এ ঘটনার জের ধরেই হামলার ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্ট্যান্ডের কয়েকজন সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় রুবেল, আরিফসহ আরও কয়েকজন জড়িত ছিল। হামলায় আহত ড্রাইভার মান্নান, বাদশা ও মাহবুবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top