২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় ফের ভূমিকম্প, ৩৬ ঘণ্টায় দেশে তৃতীয় কম্পন অনুভূত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। রাজধানী থেকে মাত্র ৩ মাইল দূরে এর উৎপত্তি, আর ভূগর্ভের গভীরতা ছিল ৬.২ মাইল।

গত ৩৬ ঘণ্টারও কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। নরসিংদীর মাধবদী এলাকায় যার উৎপত্তিস্থল ছিল। বাংলাদেশ ও ভারতের বহু এলাকায় এই কম্পন অনুভূত হয়। শক্তিশালী সেই ভূমিকম্পে ২ শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক মানুষ আহত হন।

সরকারি তথ্যমতে, পাঁচ জেলায় নিহত–আহতের প্রাথমিক হিসাব:

  • ঢাকা: ৪ নিহত, ৫৯ আহত

  • নারায়ণগঞ্জ: ১ নিহত, ১৮ আহত

  • নরসিংদী: ৫ নিহত, ১১০ আহত

  • গাজীপুর: ২৫২ আহত

  • মাগুরা: ২২ আহত

মোট: ১০ জন নিহত, ৪৬১ জন আহত

প্রথম ভূমিকম্পের ঠিক একদিন পর, আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়—এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, আর সরকার জানিয়েছে—ক্ষয়ক্ষতির আরও তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top