২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফিকে মায়ের অজান্তেই দাফন

নিজস্ব প্রতিনিধি:

ঢাকায় ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিকে (২২) মাকে না জানিয়েই দাফন সম্পন্ন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

শনিবার বাদ জোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাফির জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

গতকাল শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে রাফি ও তার মায়ের ওপর। এতে ঘটনাস্থলেই রাফি গুরুতর আহত হন এবং পরে মিটফোर्ड হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মা মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এখনও চিকিৎসাধীন।

রাফির বাবা ওসমান গনি, যিনি বগুড়া সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ, জানান—ডাক্তারের নির্দেশে ছেলের মৃত্যুসংবাদ এখনই মাকে জানানো হচ্ছে না।

রাফির চাচা রফিকুল ইসলাম জানান, মেধাবী রাফির স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়া। তিনি বগুড়া ওয়াইএমসিএ স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ভর্তিযোগ্য হন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় বগুড়ার খান্দার এলাকায় রাফির বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top