জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুইটি গাভী জোরপূর্বক লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১২টার দিকে।অসহায় বারেক মজুমদার এ বিষয়ে নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে অভিযোগ জানান।
পরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজা সিকদার সহ পঞ্চায়েত বাজারে শনিবার সন্ধ্যায় বৈঠক বসে। সেখানে জলিল প্যাদা দাবি করেন—বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সে টাকাই আদায়ের জন্য গাভী দুইটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও তিনি জানান।
বারেক মজুমদার বলেন, তাঁর ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। “আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে,” অভিযোগ করেন তিনি।
জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “তার ছেলের কাছে টাকা পাই। তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।”ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, “বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।