মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ক্লাবের নিয়মিত মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সামাজিক দায়িত্ববোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অসহায় মানুষের পাশে বাংলাদেশ প্রেস ক্লাব
সভা শেষে ক্লাবের পক্ষ থেকে একজন গরীব ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তার অংশ হিসেবে তার ছোট একটি টেবিল ও টুল ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
বাংলাদেশ প্রেস ক্লাব বিশ্বাস করে— “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”