২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নেছারাবাদে জাতীয় প্রতিনিধি সম্মেলন: সুষ্ঠু ভোটের দাবি ও ভোট রক্ষায় ‘পাহারাদার’ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আয়োজনে নেছারাবাদ দরবার কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভোটারদের সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনের মূল বক্তৃতায় তিনি বলেন— “দেশ এখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায়। অতীতের মতো কারচুপি, ইঞ্জিনিয়ারিং বা ভোট কেটে নেওয়ার মতো কোনো অপচেষ্টা হলে—আপনারাই হবেন প্রতিবাদের বুলেট। শুধু ভোট দেবেন না, আপনার ভোট রক্ষা করেও ফিরবেন। প্রিয় প্রার্থীকে জয়ী করার দায়িত্বও আপনাদের।”

তিনি আরও বলেন— “নির্বাচনের দায়িত্ব দিয়ে আপনারা সরে দাঁড়াবেন না। আমরা সামনে থেকে আপনাদের সঙ্গেই থাকবো। অধিকার আদায়ের এই যাত্রা কেউ থামাতে পারবে না। সবাইকে জানিয়ে দিন—পুরনো বাংলাদেশের অধ্যায় শেষ, আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটছি।”

মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুরের (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারে এই প্রথমবারের মতো দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধিরা একই মঞ্চে মিলিত হন।

সম্মেলনে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

সম্মেলনকে ঘিরে নেছারাবাদ দরবার শরীফ এলাকায় ছিল উৎসবের আমেজ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন— বিভিন্ন মত-পথের নেতাদের এক মঞ্চে আনার এ উদ্যোগ দেশের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top