২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে দুর্বার শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০জন পুরস্কৃত, ৪৫ শিক্ষার্থীকে সম্মাননা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে ‘দুর্বার শিক্ষা বৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার ইউপির প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরিক্ষা। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে এই পরিক্ষায় অংশগ্রহণকারী ৪৫জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সেরা তিনটি পুরস্কারের মধ্যে- প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাবটব, দ্বিতীয়কে একটি ট্যাব ও তৃতীয়কে একটি স্কুল ব্যাগ দেওয়া হয়। ওইদিন বিকালে প্রান্নাথপুর স্কুল মাঠে সংগঠনের উপদেষ্টা তাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন মন্ডল, রেজাউল ইসলাম, নজমুল হক সরদার, আসলাম, নওফিল আলামিন রবি, জিল্লুর রহমান, আবু বকর, এবাদুল ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ প্রমূখ।

প্রধান অতিথি ইউএনও মাসুমা বেগম ১০ জনের হাতে পুরস্কারসহ ৪৫জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top