২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুহাদ্দিস আব্দুল খালেকের র‍্যালি জনমনে নতুন আশার বার্তা জাগিয়েছে

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-২ আসন এর সাতক্ষীরা সদর উপজেলার ১৪টা ইউনিয়ন ব্যাপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার, ২২ শে নভেম্বর সকাল ৯:৩০ ঘটিকায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র‌্যালিটি শুরু হয়।
মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা-২ আসন এর নেতৃত্বে
র‌্যালিটি বাইপাস সড়ক হয়ে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক হয়ে আগরদাড়ী আমিনিয়া কামিল গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সাতক্ষীরা উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা উপজেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান সহ বহু দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, দাঁড়ি পাল্লার ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।

হাজারো মোটরসাইকেলে উৎসবমুখর পরিবেশে এ র‌্যালিটি পরিচালিত হয়। এছাড়া সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশ গ্রহণকারীদের অভিনন্দন জানায়।

র‌্যালি শেষে মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ্য সাতক্ষীরা-২ আসন কে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে করা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ- সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে উঠবে-ইনশাআল্লাহ’।

তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত জনগণে সেবক হয়ে কাজ করবো-ইনশাআল্লাহ।

সদর জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, ‘আজকের শোডাউন প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top